সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) চাটখিল পৌর বাজারে প্রায় ১০ হাজার নেতা কর্মী সমর্থক নিয়ে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ।
শুক্রবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ সেটি শেষ হয়।
সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতে আমীর মাওলানা মহি উদ্দিন হাসান বলেন, 'সারাদেশে জামায়াতের ঈর্ষণীয় সাফল্য দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মী, প্রার্থীর ওপর আঘাত হানছে। এই এলাকায় যদি কেউ এরকম দুঃসাহস করে, মানুষের জনরোষ থেকে তারা বাঁচবে না।' এসময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, 'নোয়াখালী-১ আসন দাঁড়িপাল্লার আসন। দাঁড়িপাল্লার নির্বাচিত হলে এই আসনের দুটি পৌরসভাসহ পুরো এলাকাকে আধুনিকায়নের করা হবে। এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। এদেশে আর কোন চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না।' এ সময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় অর্জন করা পর্যন্ত সকলকে মাঠে থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর আমীর মাওলানা মো. আক্তার হোসেন, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।