জাতীয়, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 13th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 5664 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও অনিবার্য কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নোয়াখালী সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ২১ মার্চ চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মুজিববর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজনের জন্য সময় নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলার ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তার এ সফর স্থগিত করা হয়েছে। পরে অনুষ্ঠানটি হবে।
Leave a Reply