এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ January 9th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 14898 বার
কামরুল কাননঃ চাটখিলের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ২দিন ব্যাপী ওয়াজ মাহফিলের বুধবার শেষ দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করার কথা ছিল জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আমির হামযার। তিনি সন্ধ্যা থেকে ওই এলাকায় অবস্থানও করেন সে লক্ষ্যে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তাকে ওয়াজ না করেই ফিরে যেতে হয়েছে সেখান থেকে।
স্থানীয়রা জানান, আমির হামযার ওয়াজ করা নিয়ে কয়েকদিন থেকেই সংশয় তৈরী হয়েছিল। সরাসরি কেউ এই মাহফিলের বিরোধীতা না করলেও ভেতর থেকে কতিপয় মহল আমির হামযার অংশ গ্রহন ঠেকাতে নানা তৎপরতার অভিযোগও করে স্থানীয়রা।
বুধবার রাত নয় টার দিকে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ওসি আনোয়ারুল ইসলাম ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্য প্রদান করে জানান, তার ওয়াজে স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিধায় তা বাতিল করা হয়েছে।
ওসি আনোয়ারুল ইসলাম আমির হামযার ওয়াজ বাতিলের কথা নিশ্চিত করে বলেন মাহফিলে কোন নিষেথাজ্ঞা নয় শান্তিপূর্ণ আইন শৃঙখলা বজায় রাখতে শুধুমাত্র আমির হামযার বক্তব্য বাতিল করা হয়েছে।
Leave a Reply