নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে দিনব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সকাল ১০টায় চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করে দুপুর দুইটায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,

উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার দাশ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
মেলায় মাধ্যমিক এর মধ্যে নতুন আবিষ্কার প্রদর্শন করে প্রথম হয়েছে চাটখিল পাঁচ গাও উচ্চ বিদ্যালয় এবং কলেজের মধ্যে প্রথম হয়েছে চাটখিল সরকারি কলেজ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে নিত্য নতুন আবিষ্কার প্রদর্শন করছে ক্ষুদে বিজ্ঞানীরা।