নোয়াখালী সংবাদ | তারিখঃ March 1st, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 5104 বার
নোয়াখালীর বার্তাঃ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা অসুস্থ্য এক রোগীকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ার হোসেনকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচ ঘরিয়া গ্রামের আবদুল হাকিমের যুবতী কন্যা ও চাটখিল পৌর সভার ছয়ানী টবগা গ্রামের গৃহবধু অসুস্থতা নিয়ে চাটখিল উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দ্বায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ার হোসেন চিকিৎসার নাম করে তাকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে শীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় রোগীর আত্নচিৎকারে হাসপাতালে অবস্থানরত রুগীর স্বজন সহ অন্যান্যরা ছুটে এসে আনোয়ার হোসেনকে আটক করে মারধর করে। পরে চাটখিল থানা থেকে পুলিশ এসে আনোয়ার হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় রাত ২টার দিকে ভিকটিমের বাবা আবদুল হাকিম বাদি হয়ে আনোয়ার হোসেনকে আসামী করে থানায় মামলা করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সামছুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার সত্যতা পেয়েছেন বলে স্বীকার করে বলেন আনোয়ার একটা খারাফ প্রকৃতির লোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply