নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনা ভাইরাসের প্রভাবে দেশব্যাপী চলমান লকডাউনে কৃষক আর্থিক অসুবিধা ও ধান কাটার শ্রমিক সংকটে থাকায় চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা গত কয়েক দিন থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষকদের ধান কাটার কাজ করে যাচ্ছে ।

মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান জানান, করোনা ভাইরাসের কারনে দেশব্যাপী লকডাউনে সাধারণ কৃষক আর্থিক ও শ্রমিক সংকটে থাকায়,তাদের কথা চিন্তা করে, গত কয়েক দিন থেকে আমাদের ইউনিয়নের একঝাঁক তরুণ নেতাকর্মী নিয়ে অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে তুলে দিচ্ছি,এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম প্রান্ত, চলতি মৌসুমে আমরা এই কাজ ধারাবাহিক ভাবে অব্যাহত রাখবো।