এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 19th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 8651 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ মাত্র ৩ দিন আগে মালদ্বীপ থেকে দেশে আসলেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফয়সাল হোসেন(২৮)। আজ বৃহস্পতিবার বিকেলে সে তার গ্রামের মাঠে অন্যান্য কিশোর যুবদের সাথে খেলতে নামলো ফুটবল। খবর পোঁছে গেলো চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের কাছে। তাৎক্ষনিক তিনি ছুটে এলেন সানোখালী গ্রামের সেই ফুটবল মাঠে। সন্ধ্যার গোধুলী লগ্নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফয়সালকে ১৫ দিন হোম কন্টেইনে থাকার শর্তে দেয়া হয় এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও দিদারুল আলম জানান, বৃহস্পতিবার দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির কারসাজির জড়িত থাকার অপরাধে উপজেলা প্রসাসনের আরেকটি ভ্রাম্যমান আদালত চাটখিল বাজারের হাজি নুর নবীর দোকান সহ ৩ টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply