নোয়াখালী সংবাদ | তারিখঃ October 18th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 3497 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছে চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষকরা ।
রোববার বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে মোহাম্মদ আলী মুন্নার সঞ্চালনায় এই বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, নাছির উদ্দিন, অধ্যক্ষ মহি উদ্দিন, মাওলানা মফিজুল ইসলাম ,মুনিরুজ্জামান আনসারী,মাওলানা শিহাব উদ্দিন প্রমূখ।
প্রসঙ্গত যে, গত প্রায় দু’বছর আগে দিদারুল আলম চাটখিল নির্বাহী কর্মকর্তা হিসেব যোগ দেন। এই দু’বছরে তিনি ব্যাপক প্রশংসা মূলক কাজ করে চাটখিল উপজেলায় বেশ আলোচিত ছিলেন।
দিদারুল আলম চট্রগ্রাম ওয়াসাতে প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে আগামী সপ্তাহে যোগ দেবেন আর চাটখিলে নুতন ইউএনও হিসেবে বি-বাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা
Leave a Reply