নোয়াখালী সংবাদ | তারিখঃ May 28th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 9513 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়াতে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস ও এর পার্শ্ববর্তী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বুধবার(২৯মে) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ ও সুধারাম থানা পুলিশ।
এসময় পাসপোর্ট অফিসের সামনে প্রধান সড়কের স্মৃতি ফটোস্টেট নামে একটি দোকান থেকে ২৩টি পাসপোর্ট, ১২৬টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ২টি ন্যাশনাল আইডি কার্ড ও ১৮টি জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালতকে অসহযোগিতা করার জন্য একজনকে ৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, পাসপোর্ট আইন ১৯২০ এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় জব্দ করা এসব নতুন পাসপোর্ট ও ডেলিভারি স্লিপ পাসপোর্ট অফিস থেকে কিভাবে সরবরাহ করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার জন্য জেলা দূর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply