অন্যান্য | তারিখঃ June 12th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 12875 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে তিন শিশুসহ আটজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার শিশু বিভাগের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের ইব্রাহিম (৫০), সুমাইয়া (১২), ইসমাইল (৫), সদর উপজেলার মনসাদপুর ইমাম উদ্দিন (৫), সোনাপুরের পারুল বেগম (৪৭), সুবর্ণচর উনোয়াখালী জেলার রাসেল (১৬), সাদ্দাম (৩৫) ও রাফি (২)।
জানা গেছে, সকালে হঠাৎ করে হাসপাতালের দ্বিতীয় তলার ৪নং শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে নিচে থাকা শিশু ও রোগীদের উপর পড়ে। এতে তিন রোগী শিশু ও তাদের স্বজনসহ আটজনের শরীরের বিভিন্ন অংশ জখম হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ওয়ার্ড থেকে রোগিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
নোয়াখালীর বার্তা ডটকমঃ সঃ
Leave a Reply