নোয়াখালী সংবাদ | তারিখঃ October 23rd, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 19627 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ অপরাধ নিয়ন্ত্রণ ও কাজের স্বীকৃতি স্বরুপ, বেগমগন্জ সার্কেলকে জেলায় শ্রেষ্ট সার্কেল নির্বাচত করা হয়েছে।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ বিশ্লেষক ও মতবিনিময় সভায় এই পদক ঘোষণা করা হয়। এ সময় পুলিশ সুপার মো: আলমগীর হোসেনের নিকট থেকে অপরাধ নিয়ন্ত্রণ ও কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট এবং আর্থিক অনুদান গ্রহন করেন মো: শাহ্জাহান শেখ পিপিএম।
একই সাথে বেগমগঞ্জ থানাকে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত করায় পুরস্কার গ্রহন করেন ওসি মো: হারুন এর রশিদ এবং রেন্জ ও জেলায় শ্রেষ্ঠ এএসআই(বেগমগন্জ থানা) নির্বাচিত হওয়ায় পুরষ্কার গ্রহন করেন এএসআই মো: সালাউদ্দিন ।
Leave a Reply