নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জে ৯৭০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়। বুধবার ভোরে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জ পিবিজিএম, পিবিজিএমএস অধিনায়ক ইমরান উল্যাহ সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার বিনোদ ধর্মপুর এলাকার সুমন, রায়পুর উপজেলার উত্তরপূর্ব কেরওয়া এলাকার ওহিদ উল্যাহ ও কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার জয়নাল আবেদিন।

জানা গেছে, গোপন সংবাদে র‌্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ও সিপিসি-৩, লক্ষ্মীপুর যৌথভাবে চৌমুহনী বাজারে অভিযান চালায়। এসময় কক্সবাজার থেকে লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে ৯৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় এ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও এর আশপাশের এলাকায় পাচার করে আসছে। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ বলে জানায় র‌্যাব।