নোয়াখালী সংবাদ | তারিখঃ March 29th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 3935 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়নের দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াঁজ, তেল, আলু ও লবণ বিতরণ করা হয়েছে। নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে রবিবার দুপুরে জেলা প্রশাসক তন্ময় দাস ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুউদ্দিন জেহান এসব খাদ্যসামাগ্রী বিতরণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন জেহান জানান, করোনাভাইরাসের কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে ও পর্যায়ক্রমে এ খাদ্যসামগ্রী আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন প্রমুখ।
Leave a Reply