নোয়াখালীর বার্তাঃ ঢাকার সরকারি মুগদা হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় আরটিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপার্সন সায়মুনের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক জামাল হোসেন বিষাদ, মেজবাহ উল হক মিঠু, আবু নাছের মঞ্জু, মো. হানিফ, আকাশ মো. জসিম প্রমুখ।

বক্তারা চিকিৎসক ও হাসপাতালের দালালদের এ অমানবিক হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।