নোয়াখালী সংবাদ | তারিখঃ July 24th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 10678 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে স্বর্ণ, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন গিয়ে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে হানা দেয় ৮-১০ জনের মুখোশধারী একদল ডাকাত। এসময় তারা সিরাজুল ইসলামের বসতঘরের বেড়া কেটে প্রবেশ করে। ঘরে থাকা লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, মূল্যবান জিনিসপত্র ও নগদ ৮১ হাজার টাকাসহ অন্তত ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply