নোয়াখালীর বার্তা ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত অনুলিপিতে এ তথ্য জানা গেছে। এ সম্পর্কে মন্ত্রণালয় ২০০৯ এর ধারা ৩১(১) এর বিধি মোতাবেক বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠায়।

জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, অফিস না করে বাইরে থাকা, নিয়োগ বাণিজ্যসহ গুরুতর অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।

এ বিষয়ে মেয়র মোতাহের হোসেন মানিক জানান, আমি বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত আমি হাতে পাইনি।

উল্লেখ্য, মোতাহের হোসেন মানিক নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।