নোয়াখালীর বার্তা ডটকমঃ ফেসবুকে অপপ্রচারের শিকার হয়েছেন সফল বীমা সংগঠক মহিন উদ্দিন (বিকম)। বাংলাদেশ আওয়ামী এর জন্য নিবেদিত প্রান মহিন উদ্দিন (বিকম) এর বিরুদ্ধে এই অপপ্রচার এর কারনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিছে বিভিন্ন মহলে।

জানাযায়, সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের বাসিন্দা সমাজসেবক মহিন উদ্দিন (বিকম) পেশায় একজন সফল বীমা সংগঠক। এর বাহিরেও একজন সমাজকর্মী হিসেবে ও রয়েছে তার ব্যপক সুনাম। জড়িত আছেন অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সহ-সভাপতি জয়াগ কেন্দ্রীয় জমে মসজিদ ১ নাম্বার সদস্য জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়,সাবেক সভাপতি জয়াগ প্রাইমারি স্কুল, সাধারন সম্পাদক
মানবিক সংগঠন নোয়াখালী জেলা,
যুগ্ম সাধারণ সম্পাদক মানবাধিকার কমিশন সোনাইমুড়ী উপজেলা,যুগ্ম আহবায়ক বীমা কল্যান সোসাইটি নোয়াখালী জেলা।

এছাড়াও তিনি স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং
সবুজ বাংলাদেশ (সামাজিক সংগঠন) সহ বিভিন্ন সমাজ উন্নোয়ন ক্লাবেব সাথে জড়িত আছেন। পাশাপাশি নোয়াখালী ফেনী লক্ষীপুর অঞ্চলে বীমা পেশার মাধ্যমে শত শত লোকের কর্মসংস্থান হয়ে আসছেন। তিনি তার কষ্টার্জিত অর্থের এক অংশ প্রতি বছর মানুষের কল্যানে ব্যায় করে থাকেন। কয়েকদিন আগেও তার ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ করে হাজারো মানুষকে দিয়েছেন খাদ্য সহায়তা।

মহিন উদ্দিন বিকম জানান, দুইটা ফেক আইডি বাংলাদেশ ছাত্রলীগ এবং asiqur rahman নামক আইডি থেকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার চরিত্রহনন এর উদেশ্য ভিবিন্ন মানুষের টাকা আত্মসাৎ সংক্রান্ত মিথ্যা অপবাদে আমাকে জড়ানো হচ্ছে।এমতাবস্থায় আমার রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান সহ আমি জড়িত সকল প্রতিষ্ঠানের এবং সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আমাকে ভাল মনে করেন এবং ভালবাসেন তারা এই বিষয়ে বিভ্রান্ত হবেননা। ইতিমধ্যে মামলা প্রক্রিয়াধীন।
আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।