নোয়াখালীর বার্তাঃ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও পাশ্ববর্তী জেলা নিয়ে বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে অবস্থান, গণসংযোগ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলার (২২ জানুয়ারি)  নোয়াখালীর চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের একলাশপুরে এবং শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে সোমবার (২১ জানুয়ারি) নোয়াখালীর বেগমগঞ্জের শরিফপুর, কাদিরপুর ও চৌমুহনী সরকারি এস এ কলেজ ক্যাম্পাসেও নোয়াখালী বিভাগের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়।  

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই নোয়াখালী বিভাগ করার দাবিতে আন্দোলন চলে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়।