এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 16th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 12033 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবুপুরে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌর হাজীপুর ৯নং ওয়ার্ডের তোফায়েল আহম্মদের ছেলে ফয়েজ ও দূর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার শাকিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুতুবপুর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ঘরে আত্মগোপন থাকা অবস্থায় সন্ত্রাসী ফয়েজ ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ওই ঘরে তল্লাশি চালিয়ে দেশি তৈরি একটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনী প্রধান সহকারী।তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply