নোয়াখালী সংবাদ | তারিখঃ August 21st, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 14744 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের পল্লী মঙ্গল ও বোয়ালপাড়া গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায় ।
এসময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা ও সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
স্থানীয় এলাকাবাসী জানান, ছাতারপাইয়া ইউনিয়নের পল্লী মঙ্গল ও বোয়ালপাড়া গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা নিয়ে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে সংঘর্ষ হয়। আজ সকালে ছাতারাইয়া বাজারে আবারো দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বাজারে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ী থানা পুলিশ ও পরে সেনবাগ থানা থেকে পুলিশ এসে যোগ দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply