নোয়াখালীর বার্তাঃ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের একটা বড় অংশই নোয়াখালী জেলার বাসিন্দা। এ পর্যন্ত নোয়াখালীর বিভিন্ন উপজলোয় ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। তবে স্বজনদের দাবি এখনো ৩১ জনের মতো নিখোঁজ রয়েছে। শনিবার রাত পর্যন্ত জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন স্থানে ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনায় সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পনীগঞ্জ ও হাতিয়ার ওই সব গ্রামে নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন মসজিদ ও ইবাদতখানায়।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন জানান, এ পর্যন্ত আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৫ জনের দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে এ সংখ্যা বাড়ার আশংকা রয়েছে। কারণ এখনো অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে না। গতকাল বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউছুফ ও (আইসিটি) তারিক উল আলম সহ ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল নিহতদের বাড়িতে গিয়ে পরিবারগুলোকে সমবেদনা জানান।

তারা সরকারে পক্ষ থেকে প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন। এছাড়া প্রত্যক উপজেলা নিবার্হী কর্মকর্তাদের নিহতদের খবর আসা মাত্র প্রত্যকের বাড়ি গিয়ে তাদের পরিবারে সাথে দেখা করার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।