খেলাধুলা | তারিখঃ December 2nd, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 3556 বার
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এমন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়ে তামিম ছিটকে যান। সাকিব আল হাসান এশিয়া কাপের মাঝপথেই ছিটকে পড়েন।
এদিকে মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের ধবলধোলাই-ই করেছে সাকিবরা। এবার পালা ওয়ানডের। এ দুই তারকা ফেরায় জায়গা হারাতে হয়েছে ফজলে মাহমুদ রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছিলেন এ দুই খেলোয়াড়। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউই।
রাজনীতি নিয়ে নানা ধরণের গুঞ্জন চললেও দলে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন ইনজুরি নিয়ে দ্বিতীয় টেস্ট খেলা মুশফিকুর রহীমও। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দলে সৌম্য সরকার ও লিটন কুমার দাস এবং ইমরুল কায়েস তিন খেলোয়াড়ই দলে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর। পরের দুটি ওয়ানডে ১১ ও ১৪ ডিসেম্বর। প্রথম দুটি ওয়ানডে ঢাকায়। পরের ওয়ানডে সিলেটে। ওই ম্যাচ দিয়েই সিলেটে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৬ সদস্যের বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
Leave a Reply