নোয়াখালী সংবাদ, বিনোদন | তারিখঃ February 10th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 9106 বার
নোয়াখালীর বার্তাঃ রোববার দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ওবায়দুল কাদের এর সৃজিত গাংচিল উপন্যাস অবলম্বনে নির্র্মিত গাংচিল সিনেমার শুটিং স্পটে নায়িকা পূর্ণিমা মোটর সাইকেল চালানোর সময় এ দূর্ঘটনা ঘটে।
নায়ক ফেরদৌস জানান, সিনেমার চরিত্রের একটি অংশে চিত্র নায়িকা পূর্ণিমা এনজিও কর্মির চরিত্রে এবং আমি সাংবাদিক’র চরিত্রে অভিনয় করছি।
চরিত্রের একটি অংশে, পূর্ণিমা’র মোটর সাইকেলের পিছনে বসে আমি এলাকা ঘুরে দেখার দৃশ্য ধারণ করার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেল আমাদের শরীরে চাপা দেয়।
তিনি আরও জানান, পরবর্তিতে শুটিং ইউনিটের সদস্যরা আমাদের উদ্ধার করে বসুরহাট সেন্টাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা.আ.ফ.ম আবদুল হক জানান, নায়ক ফেরদৌস ডান পায়ের গোয়ালির উপরে মাংশে আঘাত পায়। নায়িকা পূর্ণিমা ডান হাতের শোল্ডারে এবং কনুতে হালকা ব্যাথা পায়। বর্তমানে তাঁরা আশংকা মুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে বলে তিনি জানান।
Leave a Reply