আন্তর্জাতিক | তারিখঃ December 6th, 2018 | নিউজ টি পড়া হয়েছেঃ 26721 বার
বার্তা ডেস্কঃ দেশের সবচেয়ে ধনী পরিবারের মেয়ের বিয়ে বলে কথা। কোন কিছুতেই কমতি রাখা যাবে না। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে চারদিকে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে। আর এই বিয়ে উপলক্ষে ২০০ বিমান বাড়া করা হেয়েছে।
আসছে ১২ ডিসেম্বর আনন্দ পিরামলের সাথে বিয়ে হবে এই ধনীর দুলালীর। চলছে উৎসবে আমেজ। মেয়ের বিয়েতে কোনো কিছুই কমতি রাখা যাবে না। রাজস্থানের উদয়পুরে ৮ ও ৯ ডিসেম্বর বিয়ের উৎসব হবে। তাই গোটা রাজস্থানজুড়েই নানা সাজে সাজানো হয়েছে।
বিয়ে উপলক্ষে উদয়পুর বিমানবন্দরে থাকছে ২০০ বিমান। ঈশার বিয়ের অতিথিদের যাতায়াতের জন্য এ ব্যবস্থা করেছেন বাবা মুকেশ। উদয়পুর বিমানবন্দরে দিনে ১৯টি বিমান চলাচল করে। কিন্তু আম্বানির এই আয়োজনে ফ্লাইট ওঠা-নামা করবে প্রায় গুণ।
শুধু বিমান নয়, শহরের সব ফাইভ স্টার হোটেল বুকিং দিয়েছেন আম্বানি। দেশি-বিদেশি অতিথিরা থাকবেন সেখানে। বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য জাগুয়ার, মার্সিডিস, পোর্শে, অডি, বিএমডব্লিউয়ের ছড়াছড়ি।
Leave a Reply