নোয়াখালী সংবাদ | তারিখঃ July 17th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 24002 বার
কামরুল কাননঃ এইচ এস সি পরীক্ষায় চাটখিল উপজেলায় রেকর্ড সৃষ্টিকারী ফলাফল করেছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। আজ বুধবার দেয়া এই ফলাফলে প্রতিষ্ঠানটির ৩শ ৮ জন পরিক্ষার্থীর সকলের কৃতকার্য হয়। আর এদের মধ্যে ৪৪ জন এ প্লাস, ১শ ৫৩ জন এ, ৯৩ জন এ মাইনাস পেয়ে এ রেকর্ড গড়ে।
চাটখিল উপজেলার ইতিহাসে ইতোপূর্বে এইচ এস সি পরীক্ষার এমন কৃতিত্বপূর্ণ ফলাফল আর কোন শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেনি বলে বলছে উপজেলার শিক্ষানুরাগীরা।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ ফলাফল নিশ্চিত করে বলেন, আশা করছি এই কৃতিত্বময় ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থাকবে।
এদিকে এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে ছাত্রীরা দুপুরে আনন্দ র্যালী করেছে বলে জানা গেছে।
Leave a Reply