নোয়াখালী সংবাদ | তারিখঃ March 13th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6307 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনাভাইরাস (কোভিট-১৯) সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে আব্দুস শাকের (৩৪) নামে ইতালি ফেরত যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাকের জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসক তাদের উপসর্গগুলো দেখে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন।
জানা গেছে, গত ৬ মার্চ ইতালি থেকে বজরা নিজ গ্রামের বাড়িতে আসেন শাকের। ইতালি থেকে তিনি জ্বরে ভূগছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার উপসর্গগুলো দেখে কোভিট-১৯ সন্দেহে তাদের হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান জানান, বর্তমানে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে পরীক্ষা করা ছাড়া তার শরীরে করোনার জীবানু আছে কি না তা বলা যাবে না। ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহের জন্য আগামীকাল শুক্রবার আইইডিসিআরের একটি দল হাসপাতালে আসছেন।
Leave a Reply