নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রামদি এলাকার সোবহান মাষ্টার বাড়ির দুলাল’র ছেলে শাহদাত হোসেন শাহেদ (২২), একই বাড়ির মিরু মিয়া’র ছেলে ইসমাইল হোসেন সুমন (৩৮) ও ইমদাদুল হক নাপি (১৫)।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন কিশোর মাদক ব্যবসায়ী রয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত শাহেদ’র বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আগামীকাল কারাগারে প্রেরণ করা হবে।