মাস দুই আগে টুইটারে এক আবেগঘন লেখা পোস্ট করেছিলেন ক্রিস ইভানস। বিদায়বার্তা জানিয়েছিলেন সেই লেখায়। মার্ভেল সিরিজের পরবর্তী সিনেমার পর ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে দেখা যাচ্ছে না তাঁকে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্য রকম তথ্য দিলেন মার্ভেলের অ্যাভেঞ্জার্স–৪–এর পরিচালকদের একজন জো রুশো। তিনি বলেন, ‘ক্রিস ইভানস–পর্ব এখনো শেষ হয়ে যায়নি।’

তার মানে ক্রিসকে আবারও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে দেখা যাবে? এই ধন্দে পড়ে গেছেন মার্ভেলভক্তরা। অ্যাভেঞ্জার্স–৪ সিনেমার শুটিং শেষে ক্রিস যে আবেগঘন লেখাটি পোস্ট করেন, তাতে তাঁর বিদায় বলার ইঙ্গিত ছিল স্পষ্ট। তখন তিনি লিখেছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স–৪ শেষ। পুরোনো দিনগুলো বড়ই আবেগপূর্ণ। ক্যামেরার সামনে-পেছনের যত মানুষ এবং দর্শক, সবাইকে ধন্যবাদ স্মৃতিগুলোর জন্য। আন্তরিক কৃতজ্ঞতা।’

এমনকি এর আগেও বিভিন্ন সময় ক্রিস ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ের। একবার বলেছিলেন, ‘কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই নিজে থেকে বের হয়ে যাওয়া উত্তম।’ মার্ভেলের পক্ষ থেকেও বিদায়ের বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছিল। এখন আবার ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ক্রিস ইভানসের বিষয়ে জো রুশোর এমন কথা ফের আলোচনায় এল বিষয়টি।

সম্প্রতি অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো রুশো বলেন, ‘আমি মনে করি, বিষয়টি আমাদের থেকে আপনাদের জন্য খুবই আবেগময়। এর একমাত্র কারণ হলো, এখনো সে (ক্রিস ইভানস) শেষ হয়ে যায়নি।’ তারপর রুশো একটু মুচকি হাসি দেন। এতেই ধন্দে পড়ে যান ভক্তরা। রুশো আসলে কী বলতে চান? তবে কি ক্রিস ইভানস চরিত্রটি নিয়মিত করবেন? এর উত্তরও দেননি রুশো। তাঁর কথা, ‘আমি সব খুলে বলব না। দর্শক খুব শিগগিরই বুঝতে পারবে, আমার এ কথার অর্থ কী।’

কী আর করা। জো রুশো দর্শকদের নিয়ে যেন ‘মাইন্ড গেম’ খেলায় মেতেছেন। ভক্তদেরও তাই অপেক্ষায় থাকতে হচ্ছে এই ধাঁধার জট খুলতে। সূত্র: ভ্যানিটি ফেয়ার।