নোয়াখালী সংবাদ | তারিখঃ April 14th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 11737 বার
নোয়াখালীর বার্তাঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে নিজের আপন মেয়ে (১৬) কে ধর্ষণের অভিযোগে পিতা শহিদ উল্যা (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শহিদ উল্যা নিজ ভাওর গ্রামের মৃত নকু মিয়ার ছেলে।
ভিকটিমের অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিমের মায়ের মৃত্যু পর থেকে বড় বোন সুলতানা ও বাবার সাথে একই ঘরে থাকতো সে। মাঝে মাঝে বোনের বর আসায় ভিকটিম ভিন্ন রুমে থাকতো। গত কয়েক মাস ধরে বাবা শহিদের লালসার শিকার হয় সে। বড় মেয়ে ঘুমি গেলে ভিকটিমের রুমে গিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করতো শহিদ। এনিয়ে একাধিকবার বড় বোনকে বলার চেষ্টা করলে শহিদ আত্মহত্যা করবে বলে ভিকটিমকে হুমকি দেয়। সবশেষ চলতি (এপ্রিল) মাসের ৬তারিখ রাতে শহিদ পুন:রায় তাকে ধর্ষণ করে। পরে শনিবার তার বোনকে বিষয়টি জানায় ভিকটিম।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রিয় নোয়াখালীকে জানান, ঘটনায় রবিবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে শহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply