নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিল উপজেলার খিলপাড়ার সাবেক কৃতি ফুটবলার ও বর্তমান কুয়েত প্রবাসী মনোরঞ্জন দে মনি (৫০) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কুয়েতে তার কাছাকাছি থাকা তার খিলপাড়া গ্রামের জসিম উদ্দিন তার মৃত্যুর বিষয়টি প্রিয় নোয়াখালীকে নিশ্চিত করে বলেছেন, মনোরঞ্জন দে মনি কিছু দিন থেকে জ্বরে ভোগার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে এবং শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

মনোরঞ্জন দে মনি’র সম্পর্কে খিলপাড়া অঞ্চলের ফয়েজ আহমেদ প্রিয় নোয়াখালীকে জানান, ৯০ দশকে তিনি দুর্দান্ত ফুটবল খেলতেন। নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাব সহ ঢাকা লীগের বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেন তিনি। পরে খেলা ছেড়ে কুয়েতে পাড়ি জমান।