এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ May 12th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6945 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ চাটখিল উপজেলার দেলিয়াইতে শরীরে কোন করোনা না পাওয়া গেলেও এক মহিলা ও তার শিশুকে তাদের দেলিয়াই বাজার সংলগ্ন ভাড়া বাড়িতে (ছেরাজুল হক মঞ্জিল) ঢুকতে বাঁধা দেন বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম(৪৫)। পরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম ও চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম নিজে এসে মঙ্গলবার রাত ৯ টার দিকে তাদের তাদের ভাড়া বাসায় তুলে দেন।
এ সময় তাদের সাথে খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অফ ডিজিজ কন্ট্রোলার ডা: তামজিদ হোসেন, সাংবাদিক কামরুল কানন, সাব ইনসপেক্টর নুর আলম, ইউপি মেম্বার জাকির হোসেন বাবলু, জসিম উদ্দিন, দেলিয়াই বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আবু তৈয়ব, স্বাস্থ্য কর্মী তৌহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ২দিন আগে করোনা পজিটিভ হওয়া দেলিয়াই হাসেমিয়া মাদ্রাসার শিক্ষক বেলায়েত হোসেনের স্ত্রী এবং তার শিশু সন্তানের দেহে করোনার কোন আলামত না পাওয়ায় আজ সন্ধ্যায় তারা উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে তাদের ভাড়া বাসা দেলিয়াইতে গেলে সে বাড়ির মালিক আমেরিকা প্রবাসী আলমগীর হোসেনর স্ত্রী রিনা বেগম তাদের বাড়িতে উঠতে বাধা দেয়। খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইনসপেক্টর নুর আলম, স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অনেক বুঝিয়েও তাদেরকে বাসায় ওঠাতে ব্যর্থ হন। পরে রাত ৯ টার দিকে ইউএনও দিদারুল আলম, ওসি আনোয়ারুল ইসলাম ওই বাড়িতে এসে উপস্থিত হয়ে সে বাড়িওয়ালা মহিলাকে অনেক বুঝিয়ে করোনা নেগেটিভ হওয়া মহিলা ও শিশুকে তাদের ভাড়া বাসায় ওঠার ব্যবস্থা করে।
এ সময় বাড়ির মালিক মহিলা ও তার এক কন্যা ইউএনও এবং ওসি সহ সকলের সাথে অসৌজন্য মূলক আচরন করতে দেখা যায়।
Leave a Reply