অন্যান্য, নোয়াখালী সংবাদ | তারিখঃ May 4th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4680 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক করোনা আক্রান্ত রোগীর ভাই চাটখিল উপজেলার দেলিয়াই আসলে তাকে আজ সোমবার দুপুরে তাকে এবং তার স্ত্রী ও ২ সন্তানকে আটক করে নমুনা সংগ্রহ করে উপজেলার পিজি স্কুলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন বাবলু জানান, উপজেলার দক্ষিন দেলিয়াই হাসেমিয়া মাদ্রাসার শিক্ষক বেগমগঞ্জের অধিবাসী বেলায়েত হোসেন সোমবার সকাল থেকে দেলিয়াই বাজারের পাশে অবস্থিত তার ভাড়া বাসায় অবস্থান নেন এবং এলাকায় ঘুরাঘরি করেন। এলাকাবাসী জানতে পারেন তার একভাই (বেগমগঞ্জে) সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন এবং তিনি সেখান থেকে এই ভাড়া বাসায় উঠেছেন। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হলে, তারা বেলায়াতে হোসেন ওর তার পরিবারের অপর ৩ সদস্যকে আটক করে নমুনা সংগ্রহ করে তাকে উপজেলার পিজি স্কুলের হোম কোয়ারেন্টাইনে পাঠায়।
উপজেলা স্বাস্খ্য কর্মকর্তা ডা: মোস্তাক আহমেদ বলেন, বেগমগঞ্জ থেকেই আমাদের কাছে তথ্য আসে তার চাটখিলে আসার। তবে প্রাথমিকভাবে তাদের কোন করোনা উপসর্গ পাওয়া যায়নি।
Leave a Reply