নোয়াখালী সংবাদ | তারিখঃ May 13th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 2299 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর আবদুল মতিন এর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মহামারি এবং মাহে রমজান উলক্ষ্যে আর্থিক সমস্যা কবলিত মানুষের মাঝে সহায়তা সরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ০৯মে থেকে ১৩ মে পর্যন্ত উপজেলার পৌর ও মোহাম্মদপুর ইউপির (আংশিক) এবং পাঁচগাঁও ইউনিয়নের আর্থিক সমস্যা কবলিত মানুষের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের স্থানীয় পরিচালকবৃন্দ নীরবে সমস্যা কবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে নগদ সহায়তা হস্তান্তর করে। ফাউন্ডেশনের পরিচালক অষ্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী ফয়সাল মতিন জানান, বিগত ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর সাধ্যানুসারে দূর্যোগ কালীন সময় ও রমজান মাসে সমস্যা কবলিত মানুষকে সহযোগীতা প্রদান করা হচ্ছে, বর্তমান করোনা দূর্যোগে এই সহযোগীতার ব্যাপ্তি আরো বাড়ানো হয়েছে।
Leave a Reply