নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে নিজ বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় ফজলে এলাহী মানিক (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফজলে এলাহী মানিক মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লোকমান চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সকলের অগোচরে সোমবার দুপুরে মানিক নিজ বাড়ির ছাদ লাগোয়া একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীকালে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ওই যুবকের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।