নোয়াখালী সংবাদ | তারিখঃ November 13th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 13489 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে এক নারীর অবস্থান করার খবর পাওয়া গেছে।
প্রেমিকাকে দেখেই সটকে পড়ে প্রেমিক কাউছার। স্থানীয় মহিলা মেম্বার রোকেয়া জানান, বুধবার বিকালে ওই নারী (১৯) পূর্ব দেলিয়াই গ্রামের লাতু মিয়ার ছেলে কাউছার হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছিল। ওই নারীর সঙ্গে কাউছারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী জানান, তার বাড়ি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।
সে আরও জানায়, সে বিবাহিত। কাউছার তাকে বিয়ে করার কথা দিলে সে স্বামীর সংসার ত্যাগ করে কাউছারের সঙ্গে পালিয়ে যায়। কাউছার তাকে নোয়াখালীর সদরে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় কাউছার তাকে বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এভাবে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ৩ মাস ভাড়া বাসায় বসবাস করে। কয়েকদিন আগে কাউছার তাকে বিয়ে করবে না বলে জানায়। একপর্যায়ে কাউছার তাকে রেখে পালায়।
Leave a Reply