নোয়াখালী সংবাদ | তারিখঃ September 10th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 17232 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহ আলম হত্যাকারীদের ফাসির দাবীতে সোমবার বিকেলে কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন, ওসি আনোয়ারুল ইসলাম, জয়াগ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফারুকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন বেঙ্গল, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, অধ্যাপক হারুন অর রশিদ, আ’লীগ নেতা জাফর ইকবাল জামাল প্রমুখ।
সভায় বক্তারা শাহ আলম হত্যার মূল আসামীদের অতিদ্রুত গ্রেফতারে পুলিশের প্রশংসা করেন এবং রাষ্ট্রের কাছে আসামীদের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে কুলশ্রী গ্রামের ব্যবসায়ী শাহ আলমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ওই দিনই চাটখিল থানা পুলিশ একটি ফোন কলের সূত্র ধরে মূল হত্যাকারী শান্ত ও তার মা ইয়াছমিন আক্তারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। পরে তারা এই খুনে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেন।
Leave a Reply