নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে রাতের আঁধারে পেট্রোল ঢেলে দোকানের মালামাল জালিয়ে দেওয়ার অভিযোগে শাহ সুফিয়ান দেওয়ানবাগী সহ ৫ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নুরুল আলম নামের এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামে।
খতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল আলম জানান, দীর্ঘ দিন থেকে দেওয়ানবাগীর অনুসারী শাহ সুফিয়ান ওরফে সুফিয়ান দেওয়ানবাগীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল তার। আর এই নিয়ে তারা প্রায়শই আমাকে হুমকি ধমকি দিয়ে আসছিলো।
নুর আলম আরো জানান, বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে যান তার পর রাত ৩ টার দিকে জানতে পারেন তার দোকানে আগুন লাগার খবর। ছুটে এসে দেখতে পান তার দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনার তদন্তকারী চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। যেখানে আগুন লাগানোর সময় ৩ জনের উপস্থিতি দেখা যাচ্ছে।
চাটখিল থ্যনার পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, ঘটনাটি তদন্তধীন আছে। শীঘ্রই পুলিশ এই ব্যাপারে ব্যবস্থা নেবে।