নোয়াখালীর বার্তা ডটকমঃ চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পশ্চিম করটখিল গ্রামে স্বামী বেলাল হোসেনের (৫৫) উপর্যপরী ছুরির কোপে স্ত্রী হালিমা বেগম (৫০)মারাত্নক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হালিমা এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ঘটনানাটি ঘটেছে শনিবার রাত ৮ টার দিকে।

হালিমা বেগমের সন্তান আলী আজগর (২৫) জানান, তার বাবা বেলাল হোসেন স্থানীয় একজন ক্ষুদে ব্যবসায়ী। তিনি তার মায়ের অমতে আরেকটি বিয়ে করে তার সে স্ত্রীকে নিয়ে বাড়ীর পাশের একটি ভাড়া ঘরে থাকেন। এই নিয়ে বাবার সাথে তাতের পারিবারিক বিরোধ লেগেই ছিল। তারই রেশ ধরে শনিবার রাত ৮ টার দিকে তার বাবা হঠাৎ দৌড়ে এসে তাদের ঘরে ঢুকে তার মা হালিমাকে উপর্যপরী ছুরি দিয়ে কোপাতে থাকে। এ সময় তার মায়ের আত্নচিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসলে বেলাল হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে হালিমাকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

এই ঘটনা পুলিশকে মোবাইলে জানানো হয়েছে বলে তার ছেলে জানান।

এ দিকে আলী আজগর রাত সাড়ে ১০টার দিকে তার মায়ের অবস্থা বেশ আশঙ্কা জনক বলে জানিয়েছেন।