সাইফুল ইসলাম রিয়াদঃ দেশে চলমান করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কার্যকর করতে সরকার সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করলেও এরমধ্যে নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের গরুর হাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করেছে স্থানীয় এক ইজারাদার।

মঙ্গলবার ( ৬ জুলাই) বিকেল ৪টার দিকে চাটখিল খিলপাড়া ইউনিয়নে কোরবানি পশুরহাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করলে মূহুর্তে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় কোরবানির পশুর হাটের এ ছবি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোরবানির পশুরহাটটি আয়োজন করে স্থানীয় এক ইজারাদার। খবর পেয়ে ছুটে যান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা। স্বাস্থ্যবিধি অমান্য করে গরুর হাট পরিচালনা করায় ইজারাদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে সাথে সাথে বন্ধ করে দেয় গরুর হাট।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, বিষয়টি জানতে পেরে বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাবলু নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে হাটটি বন্ধ করে দেন।