নোয়াখালী সংবাদ | তারিখঃ January 16th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4917 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ এর সনদ সনদপত্র ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী এক (চাটখিল – সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, প্রধান অতিথি বলেন, ‘শিশুরা সঠিকভাবে বেড়ে ওঠার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে মেধা-মননে দেশের আগামী দিনের ভবিষ্যত শিশুদের যোগ্য হিসেবে গড়ে তুলতে জিনিয়াস মেধাবৃত্তি কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে বলে আমি মনে করি।’
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য চাটখিল উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রতিবছর চাটখিল উপজেলা শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতিবারের মত ২০১৯ সালে পিএসসি জেএসসি পরীক্ষায় উর্ত্তীন্ন ছাত্রছাত্রীদের মধ্যে বৃ্ত্তি প্রদান করা হয়েছে।
Leave a Reply