সাইফুল ইসলাম রিয়াদঃ সামাজিক দূরত্ব বজায় রেখে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পক্ষ থেকে উপহার ও খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

সোমবার সকালে চাটখিল ও সোনাইমুড়ীতে বিভিন্ন ইউনিয়নে ১৫ হাজার পরিবারের মাঝে উপহার ও ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য গত মাসে ১০ হাজার পরিবারের মাঝে উপহার ও ত্রাণ সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইবু, উপজেলা আওমীলীগ নেতা মিজানুর রহমান বাবর, উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন প্রমুখ।