নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিল উপজেলার প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আবদুল কাইয়ুম চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তির দেহে।

তিনি উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দক্ষিন রামনারায়নপুর গ্রামের সর্দার বাড়ির মৃত আবদুর রব চৌধুরীর ছেলে। বুধবার মধ্যরাতে তার বাড়ি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

এলাকাবাসী জানান, পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রী। ঢাকাতে থেকে কাজ করতেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, আবদুল কাইয়ুম চৌধুরী ১ মে তার বাড়িতে আসেন। ৩ মে স্থানীয়রা তাকে ধান কাটতে দেখে বাধা দেয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়।

বুধবার রতে জেলা সিভিল সার্জন মোস্তাক আহমেদকে ফোন করে আবদুল কাইয়ুম চৌধুরীর করোনা শনাক্তের খবরটি জানান।