জাতীয় | তারিখঃ April 19th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 4177 বার
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৫৬ জন। এছাড়া বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ৭ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জন। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত ২৪ ঘণ্টায় টেস্ট করানো হয়েছে ২৬৩৪টি।
বিশ্ব পরিস্থিতি: প্রাণঘাতী করোনায় যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৪ জনে দাঁড়ালো। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও অন্য কোনো দেশ নাই।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরিপে এমন খবর জানা গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে করোনাভাইরাস মহামারীর জন্য ‘সচেতনভাবে চীন দায়ী’ হলে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারীর মোকাবেলায় বেইজিংয়ের ভূমিকায় সমালোচনা বাড়িয়ে দিয়েছেন তিনি।
Leave a Reply