নোয়াখালী সংবাদ | তারিখঃ October 6th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 2600 বার
সাইফুল ইসলাম রিয়াদঃ নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বস্ত্রহীন করে নির্যাতনের ঘটনাসহ সারাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চাটখিলে সেচ্ছাসেবী প্যানেল।
আজ মঙ্গল বার ৬ই অক্টোবর চাটখিল সেচ্ছাসেবী সংগঠন গুলোর সংগঠন” চাটখিল সেচ্ছাসেবী প্যানেল ” নামক ব্যানারে আজকের মানব বন্ধনের আয়োজন করেন।
আজ দুপুর সারে ১১ টা থেকে চাটখিল মেইন সড়কের দুই পাশে প্রায় ৪০ টি সংগঠন সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যানার, পেস্টুন, প্লেকার্ড হাতে লিখিত শ্লোগান লিখে মানববন্ধন করে প্রতিবাদ জানান। পরে দুপুর একটার দিকে মানববন্ধনটি বিক্ষোভ মিছিলে রূপ নিয়ে চাটখিলে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চাটখিল সেচ্ছাসেবী সংগঠন গুলোর সভাপতি ও সম্পাদকেরা প্রতিবাদ বক্তব্য বলেন আজ নারীরা বাহিরে যেমন নিরাপদ নয় তেমনি ঘরে ও নিরাপদ নয়। বাংলাদেশে যেখানে নারি ধর্ষন সহ নির্যাতনের শ্বিকার হয়েছেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
এ সময় মানব বন্ধনে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক, সেচ্ছাসেবী প্যানেলের সদস্যরা, শিক্ষক, সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক ব্যাক্তিবর্গ।
Leave a Reply