অন্যান্য, এক্সক্লুসিভ, নোয়াখালী সংবাদ | তারিখঃ April 22nd, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 15948 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক নারায়ণগঞ্জ থেকে পালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ এসেছেন। করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৩নং জিরতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন -অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার পাল এবং জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনসহ প্রশাসন ও জিরতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।
বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জে নমুনা দিয়ে নোয়াখালীতে পালিয়ে আসেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানানো হয় পালিয়ে আসা ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত। তার রিপোর্ট পজিটিভ। তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার পাল বলেন, খবর পেয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
এখন পর্যন্ত নোয়াখালী জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক ইতালিপ্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply