জাতীয়, নোয়াখালী সংবাদ | তারিখঃ March 12th, 2020 | নিউজ টি পড়া হয়েছেঃ 6426 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জে দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তারা হলেন- চৌমুহনী পৌরসভা হাজীপুর এলাকার দুলাল হোসেন ও দক্ষিণ হাজীপুর এলাকার খলিল।
এর আগে গত বুধবার রাতে উপজেলার চৌমুহনী পৌর এলাকায় তাদের নিজ নিজ বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের সময় দুলাল ও খলিলের থেকে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply