নোয়াখালী সংবাদ | তারিখঃ September 28th, 2019 | নিউজ টি পড়া হয়েছেঃ 19589 বার
নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে জেলার চৌমুহনী এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকসা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলেন মোঃ বেল্লাল হোসেন (২৭) তোফায়েল আহাম্মদ(৫০), জামাল হোসেন(৩৬), ইকবাল হোসেন(২৭)। এর আগে বিভিন্ন তথ্যের সূত্র ধরে পুরো চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন থেকে এ চক্রের সদস্যরা নোয়াখালীর বিভিন্ন যায়গায় দলবদ্ধভাবে সিএনজি চালিত অটোরিকসা গুলো ছিনতাই করে আসছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জাকির হোসেন জানান, আমরা এ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কাজ করছি। আজ শনিবার দুপুরে বেগমগঞ্জের চৌমুহনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে গভীররাতে ও ভোরবেলা যাত্রীবেশে উঠে চালকদের মারধর করে সিএনজি ছিনতাই করে আসছিল।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply