নোয়াখালীর বার্তা ডটকমঃ গত কয়েকদিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও পাশের জেলা থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে প্রায় সবাই ঢাকা থেকে ফিরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তিনজনসহ এ কয়েকদিনে নয়জন রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রায় সবার শরীরেই ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তবে এদের মধ্যে কোন নারী বা শিশু নেই। ভর্তি রোগীরা সবাই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ভালোর দিকে রয়েছেন তারা। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন বলেও জানান এ কর্মকর্তা।