নোয়াখালীর বার্তা ডটকমঃ করোনাভাইরাস প্রতিরোধে অযথা বাইরে ঘোরাঘুরি না করে জনগণকে বাসায় থাকার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা অমান্য করে রাস্তা ও বাজারে ঘোরাঘুরির অপরাধে নোয়াখালী বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বলেন, অভিযানকালে চৌমুহনী রেল স্টেশন থেকে ১০, চৌরাস্তা থেকে ১০, কাচারিবাড়ী মসজিদ এলাকা থেকে পাঁচ, রঞ্জনবিবি থেকে পাঁচ ও জিরতলী বাংলা বাজার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলমের আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাম সারোয়ার জানান, সরকারি নিদের্শনা অমান্য করে উপজেলার ওছখালি বাজারের নিউ মার্কেট এলাকায় চা দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওছখালির বিভিন্ন সড়কের কোনো কাজ ছাড়া ঘোরাঘুরি করার অপরাধে পাঁচজনকে আটক করে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বলেন, সরকারি নিদের্শনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। বাইরে থেকে আসা যারা হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছেন না তাদের তথ্য নেয়া হচ্ছে। কোয়ারেন্টাইন অমান্যকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে।