নোয়াখালীর বার্তা ডটকমঃ নোয়াখালীর চাটখিলে শ্বাস কষ্ট জ্বর নিয়ে গত ১৮ এপ্রিল শনিবার মারা যাওয়া গৃববধু ফিরোজা বেগমের করোনা টেস্টের ফলাফল এক সপ্তাহ পেরুলেও আজও (শনিবার) চাটখিলে এসে পৌছেনি।

১৮ এপ্রিল রাতে করোনা উপসর্গ নিয়ে তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে ১৯ এপ্রিল তা পরীক্ষার জন্যে চট্রগ্রামে পাঠানো হয়।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ টেস্টের ফলাফল আসার এত দেরী হওয়া প্রসঙ্গে জানান, আমরা গত ১৮ তারিখ রাতে মৃত ফিরোজা বেগম ও সকালে তার ছেলে এবং মেয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা করি। এবং ১৯ এপ্রিল নমুনাগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছি। চট্রগ্রামের ল্যাবে প্রতিদিন ৮০ জনের টেস্ট করা যায়। টেস্টের সংখ্যা বাড়াতে দেরি হচ্ছে বলে তিনি ধারনা করছেন।